হঠাৎ কয়েক বছর পর,
দেখা হবে আমাদের।
তুমি তোমার প্রিয় মানুষটার হাত ধরে,
রাস্তা পার হচ্ছো।
আমি তোমায় দেখে মাঝরাস্তায়
থমকে দাঁড়াবো।
প্রেম চোখে তাকিয়ে থাকে তোমার দিকে!
তথাকথিত,অতীতের কথা মনে পরবে তোমার।
তুমি লজ্জায়-ভয়ে চোখ নামিয়ে,
আবার হাটতে শুরু করবে।
আমার ভাজে মোড়ানো ত্বক
আর,ক্ষীণ হয়ে আসা দৃষ্টির অগোচরে,
তুমি দেখতে পাবে সেই বিলুপ্ত প্রেম।
আমি কবিতা লিখতে প্রচন্ড ভালোবাসি,তুমি জানো!
সেই শরৎ-এর সন্ধ্যায় অগোছালো লাইনে
না হয়,আরও একটা কবিতা লিখবো।
তোমায় নিয়ে!
অথবা,হেঁটে বেড়াবো নদীর তীর ঘেঁসে।
মাঝে মাঝে শ্যালো নৌকোর বিরক্তিকর শব্দে
ফিরে আসবো বর্তমানে।
তোমার সব স্মৃতিগুলো তখন,
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠবে।