নিজেকে খুঁজতে বেড়িয়েছি আমি
ফিরে যেতে তো আসি নি
পাড়ি দিয়েছি সমুদ্রের চৌকাঠ,
খুঁজেছি আকাশের জানালা
আজও পাইনি মেঘের তলা
বৃষ্টির অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে
সব ছেড়ে নিজেকে মানিয়ে
রাস্তার খোঁজে নয়, রাস্তা বানাতে
তৈরি করছি নিজেকে
চমক দেখাব পৃথিবীকে
হৃদয়ের ভগবান আছে সাথে
লুকবো না ঘরের কোনে
মনের কোনে জমতে দেব না ব্যথা
ব্যথা যা আছে তা দিয়ে বানাব ভ্যালা
ভাসাব সমুদ্রে, ভাসব আকাশে
রাতের তারা, দিনের সূর্য দেখাবে
আমায় দিশা, তুমি নও মোর দিশারী
যদি আমি থাকি বেচে, যাব টিকে
সাফল্য আনব ধরে
গাছের আগা কাটলে, গোরা হবে শক্ত
বসন্ত এলে
ফুল দেবে ভোরে, সুবাস বিলাবে ভুবন জুড়ে।
অপেক্ষা শুধু সময়ের আর ধৈর্যের
অনুপ্রেরণার আমি ভগবানের।


মারুফ হাসান
১৭/০৪/২০২১