পৃথিবীর দুয়ারে দারায়ে দাত্রী
নিয়া আসিবে নতুন যাত্রি
যাত্রী আসিবে বলে
নিঃঘুম তার রাত্রি
মনের ভেলায় স্বপ্নের মেলায়
আকে তারই প্রতিচ্ছবি
সময় যেন চায় না যেতে
চলে ধুকে ধুকে
এযে নতুন জীবন
আসিবে ধরাতে মায়ের গর্ভ হতে
সময়ের হাত ধরে
ছেলে মেয়ে নয়তো সে
সন্তান শুধু যে
বমন ব্যাথায় প্রাণ যে যায় যায়
তবু প্রতিক্ষা বিধাতার পানে চাহিয়া
খাবার যে যায় না খাওয়া
তবুও ভাবনা
তার গর্ভের কি অবস্থা
সম্পর্ক যে নাড়ীর
লাগে সে নিয়ে নিবে
চাহিদা যা আছে
কিচ্ছুটা সময়ের ব্যবধানে
সময়টা ভালোই কাটে
মানুষের মাঝেই মানুষ
নতুন জীবনের অনুভতি
হাত পা ছোড়াছুড়ি
ব্যাথা-বেদনা দিয়া সুখের অনুভুতি
পায়ের ব্যাথা, পীঠের ব্যাথা
পেটের ব্যাথা, শরীর যেন আর চলেনা
এত নয় শুধু অপেক্ষা
মাসের পর মাস পথ চলা
বারতি ওজন নিয়া
নয় মাস দশ দিনের ভাড় নেওয়া
ধৈর্যই যেখানে অধৈর্য
সহ্য করতে হবে যা অসহ্য
তার পরও সুখের হাসি
ওই চোখে মুখে
'মা' বলে ডাকবে সে
দুনিয়াতে এসে।
এই যাত্রায় দাত্রীর সহযাত্রী
একমাত্র তার বরই
যার কাছে প্রনয় নয়
তার বধুই দামী
দিনের শেষে সে শুধু বাপী।



মারুফ হাসান,


১৭/০৪/২০২০, মহাখালি