চলে যেতে হবে ধরনী ছেরে,
আজ নয়তো কালকে।
আজকে গেলে করোনাতে,
প্রাপ্তির খাতা শুন্য রয়ে যাবে।


টিকে থাক পড়ার টেবিলে
কত কবি, কত লেখক
গেথেছেন কথা আর জ্ঞানের মালা
যপিলে মিলিবে শক্তি কিছুটা
যা দিয়া ভরা যাবে নিজের শুন্য খাতাটা।


টিকে থাক ঘরে
সম্পর্কের টানে
কথার মালাগেঁথে সম্পর্ককে
নিও ঠিক ঠাক করে
বাকীটা জীবন যেন
কাটে হেসে খেলে।
টিকে থাক জায়নাযে
যিকিরে ফিকিরে
রবের দেখা মিলেও যেতেপারে।
টিকে থাক ঠাকুর ঘরে,
দেবতার পানে চেয়ে
দৈব বাণী কানে বাজতেও পারে।
টিকে থাক ওই টিভিতে
তবুও বেচেতো থাকবে।
টিকে থাক কম্পিউটারে
গেমটা তো শেষ এর পথে,
বেচেতো থাকতে হবে।


টিকে থাক খাটে,
না হয় যেতে হবে শশান ঘাটে,
কেউ যাবেনা সাথে,
টিকে থাক খাটে,
না হয় কেউ যাবেনা জানাযাতে,
আপনজন কেউ যাবেনা কান্ধা দিতে।



মারুফ হাসান


১২/০৪/২০২০


আমার অন্যান্য লেখা পড়তে চাইলে আমার ব্লগ এ যেতে পারেন
https://refreshmentoflife.blogspot.com/


ভাললাগলে মতামত জানাতে ভুলবেন না