বিশ্বাসের আষ্টেপৃষ্ঠে ভালবাসা থাকে জরিয়ে
ভালবাসার মাঝেই অনুরাগ বাসা বাধে  
বারতি অনুরাগের ঘাড়ে জমে কিছু অভিমান
পুরনো অভিমানের ধুলোয়, জমাট বাধে রাগ মনের কোণে
বস্তা পচা সস্তা রাগে সম্পর্কের গাথনি যেখানে নড়বড়ে
সেখানে তুমি আমি পাশাপাশি তবু যেন মাঝে
সাত সমুদ্র তের নদী
এক চিলতে ছাদটাই যেন আজ আকাশ
তারই সাথে সংসার, বয়ে চলা এক বোঝার ভার
এই অবেলায় মনের কোণে উকি দিয়ে যায়
স্মৃতির পাতায় লেখা সোনলী দিনলিপী
জমে থাকা ব্যাথা হয়ে যায় কথা
দ্বিধায় দ্বিধায় চলে যায় বেলা
কথা থেকে যায়, না বলা
চরমে গরমে চলে যায় বেলা
ঠিক করা হয়ে ওঠে না সম্পর্কের গোড়া  
মরমর শব্দে গুড়ুগম্ভিরতার ভারে
নুয়ে পরে সাজান বাগান বাড়ী
আজই এ বৈশাখে আস ঝেরে ফেলি,
কথা যা আছে বাকী, ফাকি থেকে নেই মুক্তি
সেই তুমি সেই আমি তুবুও কেন
মাঝে চলবে তের নদী
কথার কষা ঘাতে আঘাতে আঘাতে
ভেঙ্গে গুরিয়ে দেব প্রাচীর সম রাগ অভিমান যা ছিল
আজ যে হাতে সময় ছিল, ছিল ছুটি
ছিল করোনা পরিস্থিতি, দুঃসহ মহামারী
জীবন বাচাতে সবাই আজ ঘরে
শান্তিতে অশান্তিতে, সবাই একসাথে
একই ছাদের নীচে
বাচার তাগিদে, সম্পর্ক হারিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমে
ঘুরে ফিরে একা না থেকে
বিশ্বাসের মধু দিয়ে ভালবাসার ঘড়াটা ভরে
মিষ্টি মধুর অনুরাগে অভিমান ধুয়ে
রাগগুলো মুছে নতুন স্মৃতির প্রস্তুতিতে  
নতুন করে সাজিয়ে নেই পুরোন সম্পর্কগুলোকে।


গভীরতম শেকড়ে মজবুত গাছ
শক্ত ভিতে মজবুত বাড়ি
সুন্দর স্মৃতির ভাজেই সম্পর্কের গাথুনী
তাই নিয়েই সুস্থ থাকি, বেচে থাকি
ঘরেই থাকি, ভালবাসা নিয়ে ভালবাসা দিয়ে
চলতি সময়ের বোঝা হরিয়ে।


মারুফ হাসান
১৪/০৪/২০২০


ভাল লাগলে মতামত জানাতে ভুলবেন না