হাঁসি'র চোখের হাঁসি দেখে
সেই সাড়ে তিনশ বছর আগে,
প্রেমে পরে কাঁটা যুক্ত গোলাপ দিয়ে
বলেছিলাম আমার রক্তে মাংসের
অবিশ্বস্ত বাহুতে মাথা রাখো,
কখনো হয়তো চুল সড়ানোর অযুহাতে
তোমাকে ছোঁয়ে দিবো।
সে বলেছিল আমি ডানে হলে
তুমি বাঁয়ে যেতে পারো
আমি ডানে বাঁয়ে যেদিকেই যাই
জানি তোমাকেই খোঁজে পাবো।
আজ হাঁসির মাথায় চুল নেই
আমার জন্য ডানে বাঁয়ের হিসেব নেই
আমার অবিশ্বস্ত বাহু বিশ্বাসী
হাত হিসেবে প্রতি মঙ্গলবার
তার কবরে ফুল দেয়।


__হাঁসি
১৬-০৪-২০১৭ সিলেট।