মানুষের ভালোবাসা খোঁজতে খোঁজতে
আজ বড় হাঁপিয়ে উঠেছি
কারো ভালোবাসা পেলাম না।
জীবনে বিরাম চিন্হ বসে গেলো
বুকে বয়ে যাওয়া প্রশস্ত ভালোবাসার নদী
শুকিয়ে বিরান বালুচর হলো
তবু কেউ এলো না,
স্বপ্নলোকের পথ মাড়িয়ে কোন রমণী
চোখে পৃথিবীর সমস্ত মমতা নিয়ে
বললো না ভালোবাসি।
অথচ আমি....!
পুরোটা জীবন খুইয়ে দিলাম
ভর পকেট থেকে শূন্য হলাম
শহরে রাতের রাস্তায় পতিতা কবিতা
দু'টোই পাওয়া যায় শুধু ভালোবাসা নেই!!
চোখের সামনে সবুজ বন
আগুনে পুড়ে ছারখার হয়ে গেলো
আমি শিহরিত হলাম না,
বন পুড়ছে এইতো ক'দিন
জীবন জ্বলে পুড়ে অঙ্গার হলো শত যুগ
তবু কেউ এলো না, বললো না ভালোবাসি।
বড় শূণ্যতার মাঝে আমার অস্তিত্ব
ভালোবাসা পেলে সৌরভ ছড়াতো
রক্তাক্ত জীবন, জ্বলে যাওয়া পুষ্প।