আমি যুবরাজ রাত্রীর নির্জনতায়
মনিহার বেঁধেছিলাম কলঙ্ক গলায়।


সারারাত জেগে থাকি দেখতে সুন্দর
কাঁধে নিয়ে খসে পড়া তাঁরার দুঃখ ভার
বিষ নিঃস্বাশে হয় ভোর,
মাতাল যেন পুরোটা শহর।


হৃদয়ে সৃতিরা তোলে ঝংকার
চোখ থেকে পড়ে বিন্দু বিন্দু জলধার,
জল মুছতে গিয়ে মুছে দিওনা আমায়                                                                                                              দীপ্তিময় জোস্নায় দাড়িয়ে আছি ঠায়
তোমার অপেক্ষায় নিরবধি...
তোমার অপেক্ষায়।