(১)


কাঁচের মতো মন ভেঙ্গে ফেলেছো
আছে যত জমাট বাঁধা রাগ তাও ঢেলে দিয়েছো।
তবু অভিযোগ নেই
অভিমান হারিয়ে
হিমশিম খেয়ে দাঁড়িয়ে যাই
পিচ্ছিল দুনিয়ায়।
আছি অপেক্ষায়
ঝিঁঝিঁ পোকা আর তক্ষক ডাকা ঘোর অমাবশ্যায়।
তারাও থেমে গেছে নতুন আলোর রেখায়
তবু আমি জেগে রই চার মাথার রাস্তায়।



(২)
কেন ভালবাসি
কেন কষ্ট পাই
তুমি যেমন জানো
আমিও তো জানি তাই।
তবুও ফিরে ফিরে
আমায় খোঁজে বেড়াই
তোমার মাঝে,
না পাওয়ার দংশনে
পাওয়ার বিভিষিকাময় অংশে যন্ত্রাণার করাঘাত।
মৃত্যুর স্পর্শ ঠেলে দূরে
তোমায় মৃত দেখতে
প্রতিশোধের অনলে পুড়ে হয়েছি লাল,
আরো গাঢ় লাল হতে চাই
তোমায় ছোঁয়ে হবো ভয়ংকর খুনি তাই।


(৩)


মাথায় জল
জলে জ্বলে অনল
বেদনার সুর
বাজে অনেক দূর
দূরবর্তী নিশানা
কাছে টানার ইশারা
ছাপিয়ে যায় কান্না।
স্বপ্ন হয়েছে বেদনা
আমি মরণ চাই আর না
সাথে মরুক জগত ভরা ভালবাসা।