তবু কেন ভুল বোঝ তুমি?
মনে করো কেন অন্যের হয়ে গেছি আমি?


জীবনে যত ঝড় জল্লোচ্ছাস এসেছে
তা তো তোমার কাঁধে হাত রেখেই পারি দিয়েছি।


মাঘের কোয়াশা দিনে শীতের মোটা উল পড়ে
শ্রাবণের হঠাত্‍ বৃষ্টিতে ভিজে
যত্রতত্র সুখ খোঁজে সব সুখ নিবিড় আলিঙ্গনে তোমায় দিয়েছি
তবুও ভাবো আমি বুঝি তোমার নেই।


সাগর পারে পায়ের ছাপে ছাপ দিয়ে বহুদূর হেঁটে এসে
স্বাধীন ভূমিতে ঘর বেঁধেছি
তবু ভাবো ভুলে গেছি?


তুমি পেয় না ভয় কপালের সিঁদুর থাকবে অক্ষয়
রক্তলাল মতন টিপ ও থাকবে
কাঁঠাল বনে জোস্নার উত্তালপাতাল ডেউ
এর মাঝে তুমি আমি ছাড়া থাকবে না কেউ।