রৌদ্দুর ভরা এক সকালে
পুতুল সোনা এসেছে কূলে
গাল গুলো তুলতুলে
চোখ দুটো মিটমিটে
মেলে গোল গোল পাপড়ি
বলে "ওরে বাপরে!
এত্ত বড় নাকি পৃথিবী।


বড় হচ্ছে দিনকে দিন
বয়েস হয়েছে তিন
কাছে পেলে এটা সেটা
ধরে শুধু বায়না।


আকাশ মেঘে মেঘে ডাকা
রঙধনু উঠেছে বাঁকা
যেন জল রঙে আঁকা
আলো আধাঁরের খেলা
ছোট মা! ছোট মা!!
ফিরে চেয়ে দেখ না
তোর জন্য এনেছি
প্রজাপতির রঙিন পাখা।