বেদনা ভরা সারা অঙ্গ
তবু ছাড়বোনা প্রিয়
ছাড়বো না তোমার সঙ্গ।
ছুটে ছুটে যাই
তোমার পিছু পিছু
কোথায় গেলে পাই
আমার জানা নাই।
জানা নাই তবুও যাই
ধূ ধূ মাঠ ফেলে
কাঁশবন পথে
মহুয়া নদীর তীরে
খোঁজে বেড়াই মনে আঁকা মুখ
ছুঁয়ে ছুঁয়ে যাই
নিমেষে পাই
ভেসে ওঠে সুখ।
সাজানো কথারা
নিজেই আত্মহারা
উচ্ছাসের স্রোতধারা ছড়িয়ে পড়ছে কেবল
হৃদয়ে জন্মানো ফুল
তোমা হৃদয় মাতাতে ব্যাকুল।