এক মনকারা চঞ্চল রমণী হঠাত্‍ হলো মনহারা
একরাশ ক্লান্তি নিয়ে সে চললো পৃথিবীর বুকে
সহস্র বছর একা।

সরলতা,মায়া,বিশ্বাস করে
শুকনো নদীর স্রোতে সে বেঁয়েছিলো তরী তোমার খোঁজে
নিয়ে তীব্র প্রসবযন্ত্রনা
সহস্র বছর একা।


বহুকাল আগে একুশ শতকে সে অরণ্যবাসী হয়েছিলো
ভদ্র সমাজ কলংকিত হয়েছিলো তার দ্বারা
উঠোন জোরে বন্য পশু
হিংস্র ডাকাত দস্যু
সবার মাঝে সে করেছিলো তোমার প্রতিক্ষা
সহস্র বছর একা।


আসবে বলে দিয়েছিলে কথা
তুমি আসনি
নশ্বর দেহের শূন্য বুক পরে আছে একা
আজ তার অন্তিম যাত্রা।



প্রিয় পঙতিঃ
নশ্বর দেহের শূন্য বুক
পরে আছে একা
আজ তার অন্তিম যাত্রা।