আমি ভুলে যাইনি
লাল পান্জাবীর জন্য কান্নার কথা
ভুলে যাইনি কাটানো ঈদের স্মৃতি নতুন কাপড় ছাড়া।


আমি কিছুই ভুলে যাইনি
লাচ্ছা সেমাই খাবো বলে কেঁদেছি
ক্ষুধার জ্বালায় কেঁদেছে ছোট ভাই
ভাল ছিলো রোজার মাস টাই
খেয়ে ভরপেট ছিলাম দামি ইফতারী
আমি কিছুই ভুলে যাইনি।  


পূণ্যের দিন শেষ হয়েছিল বলে আমরা উপোস থেকেছি
খুশিতে মাতোয়ারা দুজাহান তবু ফিরতে পারিনি বাড়ি
আমি কিছুই ভুলে যাইনি।


আমি ভুলে যেতে চেয়েছি দুঃসহ স্মৃতি
কিন্তু ভুলতে পারিনি
আমার যন্ত্রণাময় অতীত আমাকে বানিয়েছে হত্যাকারী
তোমাদের কারণে
নয় কি?


না না দু'মুঠো অন্নের কারণে
আজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি
সামনে ফাঁসির দঁড়ি তবু ভুলে যাইনি।


প্রিয় পঙতিঃ
ভাল ছিলো রোজার মাস টাই
খেয়ে ভরপেট ছিলাম দামি ইফতারী!