মনে করো এই নির্জন রাতে
তুমি আমি জানালার পাশে
তোমার এলোমেলো চুল আমার কাঁধে
শত দুঃখের সাথে লড়াই করে
এসেছি সুখের ছোট্ট নীড়ে।
সামনে চাঁদের পুকুর
পাশে মিটিমিটি তাঁরাদের নূপুর
তুমি দেখো তোমার চাঁদ পুকুরে
আমি দেখি আমার চাঁদ ঘরে।
তোমার চাঁদ জোস্না বিলায়
আমার চাঁদ ঝর্ণা
এক নিমিষে ফিঁকে হয়ে যায়
তোমার ঠোঁটে উঠলে হাঁসির বন্যা।


____চাঁন্দের কথা


প্রিয় পঙতিঃ
তুমি আমি জানালার পাশে
তোমার এলোমেলো চুল আমার কাঁধে।