গানে মন ভোলা পথিক
পায়ে হেঁটে হেঁটে যাই কত দিক বেদিক
বিন্দু থেকে শুরু শূন্য তে এসে শেষ করি
তোমার সৃতির চারপাশে আমার ঘুরোঘুরি।


এখনো তোমার খোঁপায় দিতে ফুল তুলি
কাঁটার আঘাতে রক্তে লাল হাত দেখো
হৃদয়ের রক্তক্ষরণ দেখো কি?


না এসো না পিছু পিছু দেখো না সবকিছু
লাফ দিবো জ্বলন্ত আগ্নিগিরির মাঝে
বাধা দিলে কাজ হবেনা তুমি থাকো মাটির ঘরে।


মুক্ত তুমি মুক্ত আমি নেই কারো কাছে কেউ বন্ধী
এইতো কানে বাজলো তুমি হাসছো,
যেন পড়ছে ঝিনুক মুক্তা রাশি রাশি
আমি শুনেছি সেই হাসি কেউ চাইলে
দিতে পারো আজ আমায় ফাঁসি।।।