আমার কবর দেখার সাধ
নিজের কবর দেখবো
সবুজ ঘাসের স্তুপে
থাকবে আমার দেহ।
জ্যোস্নার আলোয় আলোকিত হাসনাহেনা বৃক্ষ,
সেই বৃক্ষে হাত রেখে
তুমি আমায় দেখছো।
বোশেখ মাসের ঝড় ডিঙিয়ে
উদাস করা তপ্ত রোদে
কিংবা ভিশন শীতে
এসেও আমার খোঁজ নিচ্ছো।
তবুও কেন কাঁদছো?
বলেছি তো তোমায়
আসবে করে সময়
তোমার চোখেই আমি দেখবো আমার কবর
রোজ না হোক মাসে একবার
নিও এসে আমার খবর।