আমারে ভাত দ্যাও
নাইলে কিতা খাইতাম খইয়া দ্যাও
কিতা খাইতাম মাটি?
ঘাসফাতা গাছর গুড়ি?
আমি মানচিত্র খাইমু খরিয়া চুরি
তোমরা সংসদও বইতে ফারতায় নায়
আমি সংসদও খাইমু
আমি ক্ষুধার্থ বাঙালি।


(আমাকে ভাত দাও
নাহয় কি খাবো বলে দাও
কি খাবো মাটি?
ঘাসপাতা, গাছের গুড়ি?
আমি মানচিত্র খাবো করে চুরি।
তোমরা সংসদে বসতে পারবে না
আমি সংসদও খাবো
আমি ক্ষুধার্থ বাঙ্গালি।)