আমার আকাশে জ্বলে তারা
হয়ে কৃষ্ণপক্ষ  
পড়ে থাকে অবহেলায়
আমার লেখা নিশীকাব্য।
নগরীর পুকুরে ভাসমান চন্দ্রদেবী
চন্দ্রালোক পেরিয়ে
আলোকময় পৃথিবী
সব জোৎস্না হয়েছে একত্র
কিন্তু আমার যে এই নগরজীবন নিষিদ্ধ৷
আমার প্রেম নিষিদ্ধ
প্রেমিকা নিষিদ্ধ,
চুমু নিষিদ্ধ,
কি শুদ্ধাচার
নিকোটিন, জলীয় স্বাস্থ্যসম্মত।
অথচ প্রেম,চুমুতে মৃত্যু লেখা নেই
জন্মের সাথে সাথে যে মৃত্যুর জন্ম
তাকে ঘিরে যত আটক নাটক
নাট্যজগতে অভিনয়
আর আদালতে প্রেমের দায়
আসামির ফাঁসির রায়।