জোসনা রোদে হাত ধরে
হেঁটেছি পথে প্রান্তরে
ভিজে যাওয়া দূর্বাঘাসে।


বিজলী চমকানো অশান্ত বাতাসের বিপরীতে
নীরব রাতের মুচকি হাঁসির বানে।


চিমটি তাঁরা মেলে ডানা
প্রেম যমুনায় বাইছে খেয়া
ভাসছে তরী ভাসছি মোরা
কালো চুলে লাগছে হাওয়া
চারিপাশে সুবাস মোড়া।


পা দু'টো যে আলতা রাঙা
রিনিঝিনি সুরের মূর্চনা
সুরে সুরে পথের মোড়ে
পথ হারিয়ে হেঁটে চলি কাল থেকে কাল মহাকালে,
জোসনা রোদে হাত ধরেছি ছাড়বো না'কো প্রলয় এলে।