শহর নগর উত্তাল
যেখানে সেখানে লাশ
কারো ঝাঁঝরা বুক
বুলেটের আঘাতে,
কারো চাপাতি যায় মগজ ছোঁয়ে
কারো উপরানো চোখ
কাক শকুনের ঠুকরে
চারপাশে শকুন আর শকুন
এতো শকুন মারলো মুক্তি বাহিনী
তবু শেষ হলো না?
কোন শকুন ধর্মের ষাঁড়
লাল কাপড় বেঁধে দিয়েছে লাফ
কোন শকুনের গায়ে লেবাস,
শান্তিকামী জনতা বরাবর
অশান্তির কবলে আটকে
ফেলানিরা থাকে কাঁটাতারে লটকে।
এই টানটান উত্তেজনায় যে
জন্ম নিলো আজকে
নিঃস্বাশ সে নিবে কোন আকাশের তলে?
বারুদের ঘ্রাণ,রক্তের ঘ্রাণ উপেক্ষা করে
কোন পথে সে হাটবে নির্ভয়ে
বাঙলার আকাশে শকুন উড়ে
অজস্র শকুনের ভিড়ে
সে কি মানুষ হবে?
নাকি তাকেও বলতে হবে
আমার মতন হায়
জন্ম নিয়েছি শকুনের দুনিয়ায়?