পাগলাটে আমি ভিষন রকম
তুমিই শুধু জানো
চোখের দিকে তাঁকিয়ে
ঠোঁট দু'টো বাঁকিয়ে
পাগল বলে ডাকো।


আমার যে হায় জট বাঁধা চুল
জটের মাঝেই বেঁধে রেখেছি
ভালবাসার লজ্জাবতী ফুল।
পাগলাটে আমি ভিষন রকম
তুমিই শুধু জানো
হাঁসির জোরে বাঁচাও অনেক
আমায় কেন মারো?


দাঁত গুলো সব লাল হয়েছে
নখ গুলো সব বড়
তোমার দেয়া সব খাবার
জমিয়ে রেখেছি আজো।


পাগলাটে আমি ভিষন রকম
নাইবা তুমি জানো
কোথাও যদি সুখ খুঁজে না পাও
এই পথে এসো
পাগলের সুখ মনে মনে
এই কথা তো জানো।


মনের উপর বুকের জমিন
তোমার জন্যেই রাখা
দিন দুপুরে ইচ্ছে হলে
গুনবো শুয়ে তারা।


__পাগলাটে আমি