আমি ভেবেছিলাম তোমাকে
নিয়ে কিছু লিখবো
খুব সামান্য কিছু
তোমার কপালে টিপের মতো
সূর্যদয়ের কথা লিখবো।
ঝাকে ঝাকে ওড়া পায়রার কথা
কিংবা ধরো চির যুবতী সুরমার কথা
যে নদী আমার বাল্য প্রেমিকা।
আমার লেখা হয়ে উঠেনি
আজ বাল্য প্রেমিকার বুকে
শুয়োরের আঁচরে রক্তের ফুলকি।
আমি ভেবেছিলাম তোমার সবুজ বাগান
নিয়ে কিছু বলবো
তোমার সবুজের ঘ্রাণ নিশঃচয়ই
বুক পকেটে থাকা লাল গোলাপের  
থেকে বেশি সুন্দর ঘ্রাণ হতো,
গোলাপের ঘ্রাণ বা সবুজের ঘ্রান
কোনটাই এখন নেই
শুধু বারুদের গন্ধ আর
বুক পকেট ভরা গোলাপের রক্ত ছাড়া।


__রক্তচিত্র