সবুজ পাতার গাছের ডালে হলুদ পাখির বাসা,
লতা- পাতার দারুণ সাজে স্বপ্ন সেথায় ঠাসা।
রোজ দিনরাত হলুদ পাখি কত স্বপ্ন আঁকে,
তাকধিনাধিন ঢোল বাজায় বাশি বাজায় ঠোটে।
হঠাৎ একি গাছ নড়ে ভূমিকম্প এলো নাকি,
মৌসুমি বায়ু বইছে হয়তো উড়ছে কাল-বৈশাখি।
কাল-বৈশাখি নয় এটি ঝড়ও এটি নয়,
জায়গাটায় কলকারখানা হবে জমির মালিক কয়।
গাছের সাথে নুইয়ে পড়ে হলুদ পাখির বাসা,
স্বার্থের মানুষ ভাঙলো তার স্বপ্ন রঙিন আশা।