"তোমাকে চাহিয়াছিলাম আমি
সেই স্বপ্নকল্পনায়,
আবৃত অনুভবে পাইলাম শেষে
নৈসর্গিক অবলীলায়!"