অবেলার বৃষ্টির মতো, তুমি হঠাৎ এসেছি
বর্ষের প্রথম দিনে গোধূলি সন্ধ্যাবেলায়।
আবার ভোরের শিশির হয়ে চলে গেলে
গ্রীষ্মের অনল শাখার মাঝে মম রেখে।
ঝরা পাতায় ভুলগুলো খুঁজেছি শত বার
কাদামাটি দাগ লাগতে দেননি তার গায়।
তোমায় হৃদয়ের চাদরে ঢেকে রাখবো বলে
নকশী কাঁথায় লিখেছিলাম তম-মম নাম।
হয়তো আমি একটাই ভুল করেছিলাম
সারা জীবনের জন্য তোমার হাত ধরে।
আজ আমি দোষী তব মনে মত হতে গিয়ে
না বুঝে আমায়, হাত ছেড়ে চলে গেলে।
সুখের সন্ধানে আজ, যতয় হস্ত ধরো
সুখ পাবে না তুমি যেথায় থাকোনা কেন।
তুমি জানোনা মেঘের অন্তরালে থাকে আলো
তাই আমার অভিনিবেশ দেখতে পারোনি।
হয়তো ঈশ্বর আমার জন্য এই পৃথিবীতে
সুখ-দুঃখের সঙ্গে করে তোমায় পাঠিয়েছে।
পর-গাছা মতো আমার এই ক্ষুদ্র জীবনে  
রাশি রাশি দুঃখের মাঝে তুমি সুখ ছিলে।