আমি আমার মনের কথা বলি
আমি মনে দুঃখ গুলো লেখি,
আমি যা শুনি তাই বলি
আমি যা দেখি তাই লেখি,
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি দেশকে ভালোবাসি
আমি দেশের মানুষের জন্য কথা বলি,
আমি লেখার মাঝে সুখ খুঁজি
আমি যা স্বপ্নে দেখি তাই লেখি,
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি কৃষকের কথা বলি
আমি দিন মজুরের দুঃখ তুলে ধরি,
আমি খেতে না পারা শিশু কথা বলি
আমি বেকার যুবকের দুঃখে কাঁদি
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি সন্তান হারা মায়ের কথা বলি
আমি ঘর হারা মানুষের দুঃখ লেখি,
আমি বাঙ্গালির সংস্কৃতি খুঁজি
আমি হারানো দিনের সৃতি লেখি,
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি সেই সব মানুষের কান্না শুনি
আমি তাদের না পাওয়ার ব্যথায় মরি,
আমি নির্যাতিত বোনের মুখের যা শুনি
আমি তার কথাগুলো লেখি,
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি নাস্তিকের বিরুদ্ধে বলি
আমি জঙ্গি বাদে রুখতে কলম ধরি,
আমি মানবতার কথা বলি
আমি বৈষম্যবাদ নিরোধের কথা লেখি,
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি আমার প্রেমের কথা বলি
আমি আমার প্রেমিকার কথা লেখি,
আমি আমার হারানো প্রেম খুঁজি
আমি হারানো প্রেম পেতে পত্র লেখি
আমি কবি নই,কবি হতে আসিনি।


আমি বোবা নেতার কর্ম দেখি হাসি
আমি সংবাদিক কে কলম ধরতে বলি,
আমি লেখক আর কবির ছন্দ শুনি
আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি
আমি কবি নই,কবি হতে আসিনি।