নিজ প্রণয় ভ্রান্তি মানুষ
ছুটছে অর্থ-বণিকের পাশে।
মানুষ মানুষকে নাহি চিনে
দৃষ্টি লাকানো ধনের অন্তরালে,
ধন যার ভুরি ভুরি সাধু সে।
চোর ডাকাত খুনিরা ও সাধু
নেতা হুজুর-জনাবের সঙ্গ নিলি।
কোমল হৃদয়ের মানুষ আঁধারে
অক্ষম নেতার দীপে মোরা চলি।
বণিকের চরণে নত মোর শির
মোদের বিবেক জাগাবে কে?
ধন দিয়ে নয় ব্যক্তিত্বই পরিচয়।