জীবনের আলো ডুবিল মেঘে
স্বপ্ন গুলো উড়ে দখিনা বাতাসে
শূন্যে ভাসি আমি অচেনা ঝড়ে।
হৃদয়ের মাঝে ভেদে ছিলাম ঘর
প্রেম আর ভালোবাসা ছিলো ঘেরা
সে ঘর ভেগে দিলো অচিন ঝড়ে ।
দুই জন মিলে হাজার বন্য রুখে
জীবন নদী পাড়ি দিতে চেয়েছিলাম
মাঝ পথে আমায় কেন রেখে গেলে?
নদীর বুকে জীবন যুদ্ধে যদি বাঁচি
দেখবো সুখ মাখা তোর ঐ মুখ খানি।
তোকে ছেড়ে স্বার্থপর হয়ে বিদায় নি যদি
বুঝে নিয়ো তুমি সার্থক ছলনাময়ী প্রেমে।