তুমি হৃদয়ের ব্যথা বুঝ না,
অন্তরে বিলাপে তোমার
নয়নে জল আসে না,
মোর বুক ফাটা আর্তনাদ
তুমি দেখেও দেখো না,
নিষ্ঠুর তুমি মোরে বুঝলানা।
বন্ধ জীবনে তিমির দীপ তুমি
রক্ত আর নিঃশ্বাসে সঙ্গতি ও তুমি।
মনে চাহি তোমারে নিয়ে যাই
হৃদয়ে তিলে তিলে গড়া ভুবনে,
যার চার দেয়াল ঘেরা
হৃদপিণ্ড থেকে আসা জলে।
হেমন্তের সকালে ঝরে থাকা
শিউলির অপরূপ দৃশ্য তোমারি মাঝে।
তুমি শিউলির মত রাতে ফোট
সকালে ঝরে যাও কেন রে!
তোমার হাতেই শিউলি মালা
দেখবো বলে রয়েছি ভবে,
জীবন শেষে শিউলি দিও না কাফনে।