কেন ভালোবাসি
ভালো লাগে বলে এই ভালোবাসা।
কাহার স্বার্থে আমি ভালোবাসি
নিজের ভালো লাগা ছাড়া কিছু না।
ভালবাসি তাই ললাট বৃত্তি করি
কোনো স্বার্থ পাবার তরে নই।
যা বলি ভালো লাগা থেকে
কথার নিনাদ বোমা বধ নই।
দুঃস্থের সেবা করি
অসহায়ের দেই কিছুটা সময়,
শুধু তাদের জন্যই এই ত্যাগ
আত্মতুষ্টিই কি জ্যেষ্ঠ কারণ নয়।
বারবার ছুটে যাওয়া উপাসনালয়ে
স্রষ্টার সন্তুষ্টিতে নিজের তুষ্টি পূরণ।
ফেলে আসা দিন ডেকে যদি বলে
স্বার্থ ছাড়া কখনও কিছু করেছো
কভু কারো লাগি নিঃস্বার্থ ত্যাগ?
নিরুত্তর গুমরে মরে অন্তরে তখন
যা কিছু করি সবে নিজের লাগি।
দেশ ও জাতির জন্য করেছ কি?
বুঝাও তুমি বড় ত্যাগী!!