তুমি এলে শিউলি ফোটার ভোরে
নিশিদিন চন্দ্র-সূর্য মাল্য হাতে রয়
পাখিরা গায় গান তব আলিঙ্গনে
তুমি এলে শিউলি ফোটার ভোরে।


বাতাসে বহু সুভাষিত ফুলের ঘ্রাণ  
আকাশে রংধনুর মেলায় তব সান
বাউলের কণ্ঠে গান তোমার নামে
তুমি এলে শিউলি ফোটার ভোরে।


উত্তাল সাগরে থমকে আছে নৌ
কৃষকেরা আছে আনন্দে মাঠে  
পথিকেরা আজ সবে গেছে থেমে
তুমি এলে শিউলি ফোটার ভোরে।


দুঃখরা মিলে লুকাইয়াছে বনে
সুখ পাখিরা আজ খাঁচার বাইরে
তারারা হাসে বাগানের ফুল নৃত্যে
তুমি এলে শিউলি ফোটার ভোরে।


চৌ সীমানার বাধা পাড়ি দিয়ে
মরু পথে মরিতে মরিতে এলে
মেঘেরা বাদল হয়ে এলো নেমে
তুমি এলে শিউলি ফোটার ভোরে।