স্রষ্টার এক বিশেষ দান
মানুষের মাথার চুল,
লম্বা চুল রাখতে চেয়ে বোধহয়
করলাম বড় ভুল।


নানান লোকের নানান কথা
শুনতে হয় এখন
অনেকে বলে ভালো ছিল
চুলগুলো ছোট রাখতাম যখন।


লোকে বলে চেহারায় নাকি
এসেছে নূরানী ভাব,
কেউ বলে, চুল কেন কাটাওনি?
টাকার কি তোমার অভাব!


তবে বেশিরভাগের'ই সমর্থন আছে
আমার চুল বড় রাখাতে,
চুলের নাকি বড় অবদান আছে
আমায় সুন্দর দেখাতে।


দাদী বলে চুল বড় রাখলে
লেগে যাবে ঠাণ্ডা,
আম্মু বলে চুল না কাটালে
খাবে তুমি ডাণ্ডা।


আব্বু বলে চুল কাটাও
নইলে মাথায় হবে ব্যথা,
জানিনা দাদু থাকলে কি বলতো
আমার চুলের কথা।


ভাইয়া বলছে লম্বা চুলে
লাগছে তোকে দারুণ,
তোর চুল বড় রাখাতে
আমার নেই কোনো বারণ।


এসব যখন ভাবি তখন
মনে মনে হাসি
আমি আমার চুল-দাড়ি কে
ভীষণ ভালোবাসি।