এ এক অবাক জাতি
এ কি বানালে খোদা?
মনুষ্যত্ব পুরো থাকলেও
নিষ্ক্রিয় আধা।


বুদ্ধি তো আছে অনেক
কিন্তু নেই বিবেক,
এই জাতি দেখে
পুরো বিশ্ব অবাক।


বিবেক করে কোনো কিছু
করে নাকো এরা,
গুজব নিয়ে ছড়াছড়ি
হুজুগে মাতোয়ারা।


ভালো কথায় এরা
দেয় নাকো কান,
বাজে কথা নিয়ে
বানায় নানা গান।


একতাবদ্ধ এ জাতির
ঐক্য লাগেনা কাজে,
প্রয়োজন যখন আলাদা থাকার
তখন একতার বাদ্য বাজে!


জানিনা কেন, সত্য কথা
লাগেনা এদের গায়ে?
ডান দিকে যেতে বললে
এরা যায় বাঁয়ে!


সত্য কি কখনো
এদেরকে কাছে টানে?
বিপদ এসে হাজির হলে
কেবল তখনই চলে ডানে।