সূর্য সারথী
অনুরাগে উঠেছে ফুটে একটি কুসুম প্রভাতি,
দিবালোকে তার পাখনা মেলেছে সূর্য সারথী।
পাখির গানে কলগুঞ্জনজনে ভরেছে সে সুর মাধুরী,
কুঞ্জ কাননে সূরভী বানে গেয়েছে গান হুর-পরী।
প্রকৃতি তাই হেসে হেসে গেয়ে চলে সে গান,
সোনা মাটির সোনালীকে ডেকে ডেকে আগ্নিবান।
আকাবাকা পথ বেয়ে দুরে যায় রাখালের দল,
মাঝে মাঝে বৃষ্টি নেমে রেখে যায় কিছু জল।
ভেঁগ গুলি ডেকে ফিরে সাথী হারা বেদনাতে,
কঁচিকাচারা ধরিছে মাছ দিয়ে ছিপ বড়শীতে।
চঞ্চল সব দামাল হাওয়া নেচে খেলে গেয়ে যায়,
আনিতে জল পল্লিবধু ডানে বামে আঁচল উড়ায়।
এমনি করে জন্ম নিয়ে খেলা শেষ করে এ ভবে,
চলে গেলে আমি আমার স্মরণে বন্ধু সারথী রবে।


কেরাল খালী।