প্রতিবাদী হও হে মানব, জাগো-
চেয়ে দেখো শত্রুরা আসছে ধেয়ে-
তীব্র বেগে, করতে গ্রাস নিমিষে,
প্রতিরোধ কর বাড়িয়ে দুহাত।
শত্রু যতই শক্তিধর হোক-
ভীরু কাপুরুষেরা চারিদিকে-
করেছ ত্রাসের রাজত্ব্ কায়েম,
ঠিক যেন নমরুদ- ফেরাউন- হিটলার সম।
কিন্তু তারা কোথায় আজ,
কোথায় গেল দৌরাত্মের সাম্রাজ্য,
প্রভাব প্রতিপত্তি দুরদান্ত শক্তি-
জৌলুসের স্বর্ণখচিত সেই সিংহাসন !
সবই হয়েছে ধ্বংস, ওদেরও হবে ঠিক-
অমনি-দশা আগে আর পরে,
শোষিত, নিপীড়িত, নির্যাতিতের দল-
হয়েছে সোচ্চার, গুড়িয়ে দেবে ওদের কালো হাত।
জাগো, জেগে ওঠো হে মানব-
তুর্য-নিনাদে ধ্বংস যঞ্জে মেতে ওঠো,
স্বাধীকার অধিকার আদায়ে এখনি সময়-
জাগো হে মানব জাগো।