কবে যেন মরে গেছে মনটা
জানা নেইত ,
তবু মনে পড়ে-
কিছু ছেঁড়া ছেঁড়া স্মৃ্তি !
দৃষটির আয়নায় ভেসে ওঠে প্রতিনিয়ত-
কিছু ঝড় বৃষটিতে ভেঁজা,
কখনো বা রোঁদ,
পড়্ন্ত বিকেলের রঙিন আলোর ছটা !
স্মৃ্তি-পটে দূরের বট ছাঁয়ে,
রাঁখালী মন যেন বাঁজায় বাঁশী-
উদাসী হাওয়ায় পথ চেয়ে থাকা-
দু-চোখে আজো বৃষটি নামে !
বাঁউলের গানে হঠাৎ জানি কখন,
হারিয়ে যায় সুদূ্রে-নিঃসীম প্রান্তরে,
বৈশাখী ঝড়ো হাওয়ার মতো,
অবশেষে দু-চোখে নামে ক্লান্তি,
শ্রাবণের বৈজয়্ন্তী নিঝর ধারা একটু খানি !