তোমাকে নিয়ে আর ভাববো না-
আর- লিখব না কোন কাব্য ,
ভেবে ভেবে হয়ে গেলাম সারা,
তবুও তুমি আমায় লিখবে না ?
তোমাকে সব দিয়ে-
পেলাম কি জীবনে বলো-
পেয়েছি অবহেলা নীরবতা মূক মৌনতা,
অহরহ ব্যাথা ভরা কাঁন্নার পাহাড়,
উন্নাদ হয়ে তাই লিখি আর লিখি-
হইনা তবু মাতাল কখনো !
রয়েছ দূরে নিজেকে আঁড়াল করে-
রয়েছে কাছে শুধু একটু পরশ,
যা আমাকে বিব্রত করে-করে জ্বালাতন,
সইতে পারিনা বুকে ভাষা নেই বলে !
তাইত করেছ ভাবুক-লেখক-সাহিত্যিক,
এইকি সব কিছু পাওয়া,
মনের খোরাক কে দেবে বলো?
রয়েছে যাতে নূ্ঁপুরের ধ্বনির ভাষা !