বোশেখ জ্যৈষ্ঠের আকাশ পানে
যখন যায় দৃষ্টি!
ধূসর কালো মেঘ করেছে,
আসবে বুঝি বৃষ্টি !
দেখতে দেখতে ওঠে বাতাস,
ঝড়ের বেগে ধেয়ে !
সত্যি সত্যি বৃষ্টি নামে,
অঝোর ধারায় নেয়ে !
কাজ কর্ম সবি ফেলে,
বসি যেয়ে ঘরে !
মনের পাতায় কাব্য-কথা,
সাঁজাই থরে থরে !
বর্ষা আমায় বলে,কবি-
কাব্য লেখো বেশ !
সারা জীবন সবার মাঝে,
রবে তারই রেশ !


০২/০৭/১৪,
রাত-১০ টা !