আমার কবিতা বড্ড বেসামাল,
বড় চঞ্চল, মানেনা কোন বারণ,
অন্যায় দেখলে লাথি মারে সজোরে;
ন্যায় পেলে বুকে টেনে নেয় আপন করে।
চিরায়ত অন্যায়-অত্যাচারির প্রতি-
দেয় গালি অশ্লীল ভাষায়-
...র বাচ্চা ...র ছেলে আরও কত কি!
এসব শুনতে ওদের ভালো লাগে,
বুঝি তাই বেহায়ার  মত শোনে মন দিয়ে,
করে না ভ্রুক্ষেপ শয়তানী মদদে।
আমার কবিতা চালায় ছুরি-
অত্যাচারির বুকে; ঠিক পাঁজড়ে ,
ভেঙ্গে গুড়িয়ে দিতে তাদের কালো্ হাত-
ঠিক যেন সুকান্ত নজরুল সম তূর্য়নিনাদে।