ঘুম থেকে চেয়ে দেখি
তুমিত রয়েছ জেগে।
আমার শিয়রে তুমি জন্মভূমি
সোনার বাংলা দেশ।।
সবুজে শ্যামলে ঢাকা,
মাঠ ঘাট প্রান্তর ।
দোঁয়েল কোঁয়েল ডাকা
পল্লী মায়ের ঘর।
হাজার পাখি একটি গান-
একটি সোনার দেশ।।
সূর্য মোদের সাথী-
চলতে মানা নাই।
কাঁন্না হাসির মাঝে-
পান্না খুঁজে পাই।
লক্ষ কোটি প্রাণের স্বপ্ন-
একটি সোনার দেশ।।