যাই তবে চলে বন্ধু আমার তোমার জীবন হতে,
কাঁটা হয়ে আর নাহি বিরাজিব তোমার চলার পথে ।
অশুভ হইয়া আসিব না আর তোমার গানেও কাজে,
ডাকিব না কভূ পিছু টানে আর সকাল দুপুর-সাঁঝে ।
সেদিন বাদল রাতে-
ঝর-ঝর ঝরেছিল বাদল তোমার নয়ন পাতে ।
একাকী আমি বসেছিনু আসি সেদিন গানের পাখী,
নব-বসন্তে নব নব সুরে করেছিনু ডাকা ডাকি ।
তব বসন্তে নব ফুল বনে ফুটেছিল শত চেলি,
গুন গুন রবে ফুল মধু নিতে জুটেছিল যত অলি ।
বাদল হয়েছে শেষ-
তব ফুল বন ভরে গেছে ফুলে যেন স্বপনের দেশ ।
জীবন তোমার ভরিছে আজি কত কিসে অনুরাগে,
মোর প্রয়োজন নিঃশ্ব্বেষ আজি তোমার জীবন বাঁগে ।
তাই যাই চলে নিঃস্ব আমি তোমার ভূ্বন ছাড়ি,
অজানা পথের অশ্রু সাঁয়রে ভাসিয়ে দিয়েগো পাড়ী ।
মনে করো তুমি আমি মুসাফির অজানা পথের মাঝে,
তোমার দুয়ারে পঙ্গু-ছিন্ন এসে সে এক আঁধার সাঁঝে ।
রাত হলো শেষ তাই আজি ফের পথেতে দিলাম মেলা ,
ধরিলাম পাড়ী অশ্রু-সাঁয়রে ভাসিয়ে ব্যাথার ভেলা ।
যতো ব্যাথা আমি নিয়ে গেনু সাথে জীবনের সাথী করে,
তব হাসি গান দিয়ে গেনু দান তোমার ভূ্বন ভরে ।
ক্ষতি কিবা বলো আমার জীবনে তোমায় যদি না পাই,
তোমার জীবন ভরে দিনু গানে শান্তনা মোর তাই ।
তোমার জীবন ভরেদিনু গানে