সুকোমল আকাশটা যখন বলে-
আমি কোথায়,কোথায় আমার ঠিকানা,
আত্মারা বলে তাতো জানিনা-
জানিনা কোথায়,শেষ উত্তর জানিনা ।
মনে জাগে অনিরবচনীয় কিছু কথা,
পৃথিবী বলয়-চিন্তা-চেতনা,
সুদূ্র প্রসারী অচিন লোক থেকে-
বেরিয়ে আসতে চায় অনিন্দ সুন্দর কিছু ।
ওরা হাসে তাই আমি হাসি,
ওরা কাঁদে তাই আমি কাঁদি,
নিষপেষিত আত্মা গুলো সারাক্ষণ
আমার সাথে কথা কয় নিশি দিন-
শোনায় পোড়ায়-জ্বালায় সব-
অস্তিত্তকে একটু একটু করে নিঃশ্বেষ,
তার পর-কিসের আশায়-
অনাদি কালের চিরন্তনী প্রতীক্ষা ।