আমার চাওয়ার প্রহর গুলো কেটে গেছে,
বিচলিত অনিয়ম প্রতীক্ষায়,
আঁখী ঘুমে ডুবু ডবু-
শুষক পাতায় সহসা আসে জল।
কত-দিন কত-বছর কেটে গেছে-
দূ্র-নিঃসীম আঁধারের বুকে,
আমার ঠিকানা খুঁজে ফেরে-
অনিয়ম আঁখী মেলে।
শুধু পাইনি আলোর সন্ধান,
দূ্র-পথ পাড়ী দিয়ে এমন,
  কি যেন হারায়ে অকাতরে-
কেঁদে কেঁদে নিঃশ্বেষ অঝোরে।
তবুও  প্রহর আমার হয়নিত শেষ,
উদাসীন পথিকের মতো ভাবি,
সহসা কে যেন কথা কয়-
দূ্র-দেশে দাঁড়ায়ে একাকী।
মনে হলো বুঝি-
অনিয়ম প্রতীক্ষা, নিষপ্রাণ মুহূ্রত-
আমার জন্যে এ এক নিরধারিত বাস,
ব্যাথার আঁধারে ভরা ।