তোমার আমার মাঝে-
সে অনেক কালের ব্যবধান,
শাল বীথিকার মতো-
যেন শান্ত-সুবোধ শিশু,
তোমায় আমায় বাঁধতে চায়-
কোন সুদূ্রের পানে ।
যেন একটি ভাঙ্গা সেতু-
পার হবে বলে,
ওঁরাও আসবে পার হতে-
ধীরে মন্থর পায়ে।
শোনাতে সে গান খানি-
ফেলে দিতে চাই বলে ।
নিদারুন ধূ্প-
নিতে চায় সব,
স্মৃ্তির শব গুলি,
ভাঙ্গা কাঁন্নার মতো,
বাঁশী বাঁজে আজো-
হৃদয় ছিঁদ্র জুড়ে ।