কবিতা লেখায় হাতে খড়ি সেই ছোট্ট বেলায় বলতে হবে। যখন আমি তৃতীয় শ্রেনিতে পড়ি। তারপর হাই স্কুল জীবনে উৎকর্ষতা লাভ। কলেজ জীবনে পুষ্টতা। নব্বই-এর দশকে সংবাদ পত্রের সঙ্গে জড়িয়ে পড়া, সাহিত্য বিভাগে কবিতা,গল্প, ছড়া লেখা ,শেষ-মেশ সারসা বার্তার ডিক্লারেশন ও প্রকাশনা করা এবং সর্বোপরি কবি মুহাম্মদ রুহুল আমীন (আমার ভাগ্নে) এর মাধ্যমে বাংলা-কবিতার ওয়েব সাইডের সাথে জড়িয়ে পড়াটা আমার জন্যে এ এক কল্যাণময়ী বলতে হয় । আর কিছু না হলেও অন্তত কবিতার ভাষায় মানুষের সাথে কথাতো বলতে পারব এটাই সুখানন্দ।
কাব্য-কলা' বলতে পারি,
কবিতা আমা' এনে দিল
অভাবনীয় সুখ ।
এক দণ্ড না লিখিলে-
বাড়ে মনের দুঃখ ।