মেঘালোক পেরিয়ে যখন
দৃ্ষটি টা এলো ফিরে।
দৃ্প্ত জয়োল্লাসে আঁখি-
প্রহর গোনে প্রতিক্ষায় আজো ।
পৃ্থিবীর ঠোঁট ছুঁয়ে আদর করে-
শোনায় গান বেদনার,
কাঁক ডাকা ভোরে কামারের
হাতুড়ী পেটার শব্দে-
করুন সুরে ঘাম চুয়ে পড়ে ।
কপালে সিঁদুরের ফোটা কাটে-
রুপসী বধু বেদনাহত চোখে
ভালো বাসার মানুসটিরে চেয়ে চেয়ে দেখে,
উদাসির স্বপ্ন মাখা চোখে ।