প্রকাশনা ও অভিজ্ঞতা আমার কাছে দুটোর গুরুত্ব সমান । কেননা কবিতা লেখা বা সাহিত্য করমে প্রয়োজনে এ দুটি অদৃ্শ্য ভাবে কাজ করে, এ আমার ব্যক্তিগত কথা । আমি কবিতা লেখা শুরু করার পর তা প্রকাশের জন্যে ছাপা খানায় গেছি,সংগঠন করেছি, বিভিন্ন পত্র পত্রিকা অফিসে গেছি, পত্রিকায় সাহিত্য বিভাগে নিয়মিত লেখা-লেখি করেছি; শেষ মেশ পত্রিকার সংবাদ বিভাগেও লিখেছি তা প্রায় দু'দশক । লেখার টানে অভিজ্ঞতার কারনেই বলতে হবে । কৈশোরে কবিতা লেখায় হাতে খড়ি,টো টো- ঘুরাঘুরি আর মুখে মুখে ছড়া রচনা আবৃওি ধাপে ধাপে এগিয়ে নিয়ে এসেছে বর্তমানের মোহনায় । লেখা-লেখির চেতনায় ২০০৫ সালে আগসট মাসেএকটি সাপ্তাহিক সংবাদ পত্রের ডিক্লারেশন গ্রহন;অবশেষে কবি শিমুল শুভ্র সাহেবের প্রবরতিত কবি ও বাংলা কবিতা ওয়েব সাইডে সদস্য লাভ এবং বিশ্বের দূর-দূ্রান্তের বাংলা ভাষা ভাষী ভাই-বোনদের সামনে সক্রিয় উপস্থিতি সবই সম্ভব হয়েছে প্রকাশনা ও অভিজ্ঞতার বিনিময়ে । এর সাথে আর যে বিয়য়টি যোগ করতে হয়; সেটি আমার-
' গুরু জন ও বড়দের দোয়া' । এ সবের জন্যে আজ আমি আপনাদের সারিতে আসতে পেরেছি । তাই আমি আজ আপনাদের কাছেও দোয়া প্রারথী ।