প্রেম তুমি আমাকে দিয়েছ
মৃত্যু সঞ্জীবনী সুধা ঝরণা ধারা,
অনন্ত ফোঁয়ারা-
বৈশাখীর কালো ছায়া ।


চৈতালী দুপুরে তপ্ত বালু,
খই ফোঁটা সম তীব্র দহন-
হৃদয় জ্বালিয়ে নিঃশ্বেষে দেয়
হিমেল হাওয়ার নরম পরশ ।


বেশ তো আছি,
ক্ষণেক দেখায় না পাওয়ায়-
বিরহ বেদন; এ বুকে-
শুনি আজো ডাহুকের ডাক ।


তবু ভালো, প্রেম তো আমায়-
দিয়েছে জীবন নিরাশার বুকে-
আশার স্বপন ; বাড়িয়ে দু'হাত-
জীবনের সিঁড়ি ধাপে ।