শিশুরা সব কাটছে সাঁতার,
গাঁয়ের দীঘির বুকে ।
ডুবের পর দিচ্ছে ডুব,
আপন মনে সুখে ।
কেউ বা কাটে সাঁতার ডানে,
কেউ বা কাটে বামে ।
ওরা সবার পরিচিত,
কেউ বা আবার নামে ।
সোনার ছেলে সোনার মেয়ে,
বলি তোমরা শোন ।
মাতা পিতার মনে কভূ,
কস্ট দিও না যেন ।
৩১/৭/২০১১ খৃঃ